আমি কবিতা, আমার কোন পরিচয়পত্র নেই।
শরীরে যে রক্ত তার শুদ্ধতা আমার জানা নেই ,
সন্তান মায়ের ভালবাসার পরিচয়পত্র খুঁজে দেখিনি,
প্রেমিক প্রেমিকা্র ভালবাসা যে ভূগোল মানেনি ।


একটা প্রজাপতি ভীষণ ক্লান্ত উড়তে উড়তে
বসল গিয়ে সদ্যফোটা পদ্মের পাপড়িতে ।
মিষ্টি কথায় পদ্ম বলে কে ভাই তুমি ?
ও প্রজাপতি! সাথে কি এনেছ পরিচয়পত্র ।


ভোর হচ্ছে আজানের সুর ভেসে আসছে
আর একদিক থেকে ঘণ্টাধ্বনি ভেসে আসছে ।
দুই শব্দের দেখা হোল উঁচু টাওয়ারের চূড়ায়  
একশব্দ অন্যকে বলে তোমার কি আছে পরিচয়পত্র?


বেনিমাধব আর বুলবুল মাঠের মাঝে খেলছিল;
বেনিমাধবের পায়ে বাবলার কাঁটা ফুটেছিল ;
নিমেষে বন্ধুর যন্ত্রণা লাঘব করে বুলবুল কাঁদছিল ;
বেনিমাধব হেসে বলে তুই কেন কাঁদিস বুলবুল ?
কাল থেকে আমাকে আর পাবি না বেনি
আজকেই তোর সাথে আমার শেষখেলা ।
আমরা চলে যাব অন্যকোথাও, অন্যদেশে
যেখানে গেলে লাগেনা কোন পরিচয়পত্র !