১।
তুমিই তো দিয়েছিলে ঠাই
কষ্ট করেছিলে, খুশিতে মেতেছে সবাই।
২।
সলতের প্রদীপ উস্কে দেখেছিলে
আমার কান্নায় চোখে জল এনেছিলে।
৩।
দুটোহাত ছিল যেন দশহাত
বুকে স্নেহ বৃষ্টি, মুখেতে বজ্রপাত।
৪।
জ্বরের ঘোরে চুপটি করে
সকাল সন্ধ্যে জেগেছ কত রাত।
৫।
হৃদয়ে সপন করেছ বপন
কাঁটার পথে হেঁটে করেছ লালন।
৬।
দিন যায় রাত্রি আসে
সন্ধ্যাকালে কেউতো নেই পাশে ।
৭।
ছেয়েছিলে যা পেয়েছ কি তাই?
অসম্পূর্ণ তবু হেসেছ সদায়।
৮।
তোমার জীর্ণ এই দশায়
আনতে নুন পান্তা ফুরিয়ে যায়।
৯।
তুমি নাকি খাও বড্ড বেশি
ওগুলো টাটকা না'কি বাসি!
১০।
আমার প্রাসাদে হবেনা ঠাই
বৃদ্ধাশ্রমে গেলে জীবনে শান্তি পাই।