এদিক ওদিক যেদিকে তাকাই দেখি তোমাকেই
দুচোখ বন্ধ করলেও দেখি তোমাকেই ।
আকাশ বাতাস পাতাল বাদ রাখোনি
নব রসের যত আবেগ পড়ে নেই একটুও তলানি ।
সব সব বুকের ভিতর দুহাত ভরে নিয়েছ
আঙ্গুলের চাপে কলমের নিব দিয়ে সব লিখে ।
মনে হয়, সাত সাত বার হবে জন্ম নিতে  ।
জীবন ভর যতো লিখেছ সব পড়ে শেষ করতে।
আবার পুরোদমে, চুটিয়ে সংসার করে গেছ
লাল খেরোখাতায় খরচের হিসাব রেখেছ  ।
রাত জেগেছ সন্তানের সংকট কালে
বার বার প্রিয়জনের ব্যথা ভাসিয়েছ নদীজলে ।
খুব সামনে থেকে মরণকে প্রত্যক্ষ করেছ
তবু তাঁর কাছে হার মানোনি প্রতিবার জিতেছ  ।
বার বার মরণ কে প্রশ্ন রেখেছ ?
-যতই দীর্ণ করতে চাও পারবেনা
রক্ত চক্ষুকে আর আমি ভয় করিনে  ।
তবু “মরণ রে তুহু মম শ্যাম সম “  
#####################