গোধুলিতে আনবে যখন উষার স্নিগ্ধতা,
যেদিন বিকেলে ফোটাবে ভোরের ফুল,
আসর শুধু তোমারই জন্য সেই খানেতেই
পরশুদিন শুক্রবারে আসর বসবে রাজার ঘরে ।
সঙ্গে এনো কবিতাকে মনের ভাষা প্রানের সুরে ।
কবিতা আসবে কবিতা বসবে কবিতা থাকবে সাথে
সামনের দিন ফাগুন দিন জলসা চলবে অধিক রাতে।
বসলে আসর ফাগুন রাতে মোহিনী মন চক্ষু রঙিন
ফিরতে পথ আর পাবে না খুঁজে,জীবন তখন নতুন ।
ভয় করিনা হবে জয় হবে জয় বন্ধু যখন সাথে
উথলে উঠবে ফেনা, চলকে পরবে সুধাবারি
টালমাটাল পায়ের তলায় নাইবা থাকুক মাটি
    বন্ধু যখন সাথে ।