সারারাত তার চোখে ঘুম নেই ।
কর্মখালির বিজ্ঞাপনে
যারা দুটো চোখ ঝলসে গেল
  সারারাত তার চোখে ঘুম নেই ।
চোখে জিজ্ঞাসা নিয়ে ছোটে,
পাথরে আঘাত পেয়ে ফিরে এল
রক্তাক্ত হৃদয় ঘিরে শুন্যতা বার বার প্রতিধ্বনি করে ।
  সারারাত তার চোখে ঘুম নেই ।
চলতে পথে সে থমকে গেছে
নীড় বাঁধা স্বপ্ন নিয়ে, কালো দুটি চোখ তাকে’ই দেখে
নীড় বাঁধা স্বপ্ন নিয়ে, এক’ই সাথে সাগরের গভীরতা
চঞ্চল ঝরনা ওই দুচোখে
হৃদয়ের গভীর থেকে
গোলাপ তুলে আনে তার খোঁপায় পরাতে
  রৌদ্রতাপে হাতের ফুল তার হাতে’ই গেল ঝরে
  সারারাত তার চোখে ঘুম নেই ।
এইভাবে প্রতিদিন স্বপ্ন স্বয়ম্বরা
রত্নমূল্যে বিকিয়ে যায়
বৃষ্টি নেই শুধু’ই খরা
বুকের যন্ত্রনা পাকে পাকে জড়িয়ে
তার কন্ঠে চেপে বসে
    শব্দহীন শব্দ হ্য় যন্ত্রনা ।
রক্তাক্ত হৃদয় ঘিরে শুন্যতা বার বার প্রতিধ্বনি করে ।
  সারারাত তার চোখে ঘুম নেই  ।
তবু কোন আলোর পৃথিবী
      স্বপ্নের সুর করে রচনা,
আহত বীর আবার জাগে
       খুঁজে ফেরে সে আলোর কণা ।
কিছুতেই তাকে ফেরানো গেলনা  ।