আমার ভায়ের রক্তে সেদিন ভিজেছিল রাজপথ
আগুন সামনে রেখে সবাই নিয়েছিল শপথ
বুক ফাটা চিত্কারে বাতাস হয়েছিল ভারি
সে কথা কি জীবনে আমি ভুলতে পারি ।।


২১ ফেব্রুয়ারী ২১ ফেব্রুয়ারী ২১ ফেব্রুয়ারী


সেদিন ফোটেনি রক্তপলাশ, আকাশে ওঠেনি চাঁদ
এক বুক অভিমান করে জেগেছিল সারারাত
অধিকার শুধু চেয়েছিল বাংলায় কথা বলার
গোলাগুলি আর কার্তুজে জবাব মিলেছে তার
বুক ফাটা চিত্কারে বাতাস হয়েছিল ভারি
সে কথা কি জীবনে আমি ভুলতে পারি।।


২১ ফেব্রুয়ারী ২১ ফেব্রুয়ারী ২১ ফেব্রুয়ারী


গুঁড়িয়ে যাওয়া প্রানের দামে তাঁরা স্বাধীনতা দিল এনে
আজ বাংলার ঘরে ঘরে দীপ জ্বালাও তাঁদেরই মেনে
সেদিনের চাওয়া বাংলার ছবি নতুন করে পাওয়া
মুক্ত কন্ঠে গলায় গলায় হোকনা সে গান গাওয়া ।।


২১ ফেব্রুয়ারী ২১ ফেব্রুয়ারী ২১ ফেব্রুয়ারী