এ কোন প্রমোদ বাতাস, এ কোন আলোর জুলুষ
পথ জুড়ে কত লাশ, ঝরে শুধু দীর্ঘ শ্বাস।
তবু মায়ার পসরা নিয়ে হাতছানি বারবার
এক থেকে আশি দেখে স্বপ্ন-বাজার।


আপন হাতে ছিঁড়ে ফেলি মাটির শিকড়
সামনে খোলা দেখি লোভের দুয়ার।
ভাবনাকে দিই ছুটি, হই আরো একা
যেতে পথে শেষে পাই মৃত্যু আঁধার।


এই কি বাঁচা এঁঠো পাতে মুখ রেখে
নিজেকে বেচা দিনে রাতে বাঁকা পথে।
নিজেকে বেচা এই কি বাঁচা?


এ জীবন খোঁজে তাই সাঁঝ বাতি আলো
এ জীবন ফিরে  চাই বাসতে ভালো।
জল রঙে আঁকি ছবি মুক্ত আকাশ
আলো খুশি গানে ফোটে রক্ত পলাশ॥