তোমায় একটা স্বপ্ন দিতে চাই তুমি নেবে
আমার কাছে স্বপ্নটা আছে অনেকদিন ধরে,
তুমি নেবে ?
আমি বাজী রাখতে রাজি সবটা শুনলে
তুমি নিমেষে আমার থেকে ছিনিয়ে নেবে
ছিনিয়ে নেবে কেন? আমি তোমাকে দিতেই চাই
দাঁড়াও সম্মুখে আমার দেখো, আমার চোখের দিকে
তারপর খুব  ধীরে ধীরে এগিয়ে এসো
পাবে ঝিনুক ভাঙ্গা ঝিকমিকানো মুক্তোর মতো
নীল আকাশ ঘেরা টলমলে এক ঝিল
নাম না জানা হলুদ পাখীটা শিস দিয়ে
ডেকে বলবে ‘সুস্বাগতম’
ওকে একটা নাম দিও, ও তোমাকে পথ বলে দেবে
ঘাসের সবুজ গালিচা বিছানো পথ দিয়ে যেতে হবে
পথের ধরে লাল নীল নানা রঙের ফুলেরা
আলসেমি করে চায়বে পায়ে লুটিয়ে পড়তে
কার কি নাম ওরা জানে না ওরা বলবে-
তুমি আমাদের একটা করে নাম দা....ও
আরো বলবে- আমাদের মালা গেঁথে গলায় পরবে
কাজল কালো ঝিলের জল কাছে ডাকবে-
বলবে এসো আমার সাথে কিছু কথা বলো-
বলতে পারো তার সাথে না বলা যত কথা
শেষে ও হাসতে বলবে, গান গাইতে বলবে
হাসি গান গল্পে কখন সকাল গড়িয়ে সন্ধ্যে
তখন আকাশ সলমা জড়ির ওড়নায় সেজে উঠবে
হালকা বাতাসে উড়বে তোমার মেঘ কালো চুল
অন্ধকার চেলে চেলে আলো আনতে চায় জোনাকিরা
সেই আবছা আলোতে দেখবে এক পাথর মূর্তি
তোমার পরশে প্রাণ পাবে সে জাগবে চোখ মেলবে
হাত বাড়িয়ে বলবে- চল তোমার সাথে যাব অনেক দুরে