আছে কত গান আছে কত কথা, এ আমার স্বাধীনতা
গেছে কত প্রাণ আছে কত গাঁথা, এ আমার স্বাধীনতা
রাতের বৃন্ত থেকে ছিনিয়ে আনা স্বাধীনতা,এ আমার স্বাধীনতা
তবু  প্রতি জনমুখে আজো অদ্ভুত নিরবতা,এ কেমন স্বাধীনতা?


জমে থাকা ফসলের বুকে যুগ যুগ ধরে গোমড়ানো কান্না
অনাহারে উপবাসে ধুঁকে ধুঁকে মৃত্যুর দিন শুধু গোনা
প্রতিবেশী আঘাতে বার বার হোলি, কেন এ মৃত্যূর পরোয়ানা?
কবে মরু হৃদয়ে শান্তির বারি পরশে প্রাণ পাবে ঠিকানা?
চাই ফিরে সকালের রোদ্দুর, দাও পাখির নীড়ে শান্তি অফুরান ।
গাই শিকল ভাঙার গান, প্রতি জনমুখে যেন ভাসে সেই গান
এ আমার স্বাধীনতা এ তোমার স্বাধীনতা এ সবার স্বাধীনতা।।


এক বুক অভিমানে কত কিশোরীর অশ্রু ঝরে দু নয়নে
আছে শুধু বঞ্চনা, নীলপাড় সাদা শাড়ি নয় তার জন্যে
যুবক সে ফিরবে, যুদ্ধ শেষে নিজ ঘরে, মন তার এই জানে
একদিন ফিরল, সত্যি সে ফিরল প্রাণহীন লাশ হয়ে কফিনে
চাই ফিরে সকালের রোদ্দুর, দাও পাখির নীড়ে শান্তি অফুরান ।
গাই শিকল ভাঙার গান, প্রতি জনমুখে যেন ভাসে সেই গান
এ আমার স্বাধীনতা এ তোমার স্বাধীনতা এ সবার স্বাধীনতা।।