কেন দু'চোখ থেকেও আলোর মাঝে অন্ধ হয়ে থাকব?
কেন হতাশ হয়ে বারে বারে পিছন দিকে হাঁটব ।
জীবন জুড়ে আঁধার করে কারা যে পথ আগলে রাখে
সূর্যের সবটুকু তাপ পাইনা কেন ছোট্ট বুকে
আর কতকাল গোলক ধাধায় রাস্তা খুঁজে মরব ।
পাষাণ জাগে যার পরশে সেই দিয়েছে হাত বাড়িয়ে
সামনে বাধা সব সরিয়ে পায়ে পায়ে যাই এগিয়ে
শেষে, অধিকারের স্বপ্ন গুলো রং তুলিতে আঁকব ।