যতটা তুমি শেখালে
তা দিয়ে প্রচুর কবিতা লেখা যায়।
মানুষগুলোর জন্যে
যারা পায়ে পায়ে হেঁটে চলে
                  মিছিলে মিছিলে ।


যতটা তুমি বোঝালে
তা দিয়ে মানুষকে জাগানো যায়।
শ্রমের ভারে যারা ক্লান্ত
বুক ভরে শ্বাস নিয়ে তারা
             সোজা হয়ে দাঁড়াবে  ।


যতটা তুমি ভাবালে
তা দিয়ে সমুদ্রের গভীরতা মাপা যায়।
দেখো আমরা নিশ্চয় পারব
এই বন্ধ্যা জমি-ই আবাদ করে
             শত ফুল ফোটাতে।


যতটা তুমি ঘৃনা করতে
তা দিয়ে ধ্বংশ করে দেওয়া যায়।
ওই নরকের কীটগুলোকে
যারা বারে বারে পিছল করে
              চলার সোজা পথটাকে।


যতটা তুমি স্বপ্ন দেখতে
সেই স্বপ্ন-কাজল বিশ্বের মানুষের চোখে
এঁকে দেওয়া যায় ।
আগামী শতাব্দীকে তারাই পৌঁছে দেবে
                         মুক্তির সীমানায় ।


কি করে ভুলে যাব তোমায়
আঁধার কেটে যাওয়া রাত জাগা পাখিটাকে
যেমন ভুলতে পারবনা।
তুমি আমাদের প্রতি অন্তরে অন্তরে
       শিল্পীর শিল্পী হয়ে জেগে আছ ।


*শান্তিময় গুহ স্মরণে