ভোরবেলা মুঠোফোন বেজে ওঠে – ‘কফি হাউসের সেই... ‘
হ্যালো হ্যালো – নিস্তব্ধতা... তুই আর এই পৃথিবীতে নেই ।
আবদার ছিল তোকে নিয়ে কবিতা লিখে দিতে হবে
হেসে বলেছিলাম  - দাঁড়া আগে বসন্ত আসুক তবে।
কোথায় কোথায় আবীরে রাঙানো শরমি দিগন্ত
কোথায় পলাশ কোথায় শিমুল এ তবে কেমন বসন্ত ?
নেই নেই কোথাও নেই আছে শুধু ধুপ ধোঁয়া আর রজনী
মোটেও এটা বসন্ত নয়, যা লিখবনা, বন্ধ করেছি লেখণী ।
চোখের কোনে হটাত কেন চলকে উঠছে জলের কণা
বুকের ভিতর না বলা কথার জটলা যেন সাপের ফনা ।
‘আমার জন্য কবিতা, কথা ছিল আমার জন্য একটা কবিতা
ওইতো আকাশ রক্তিম হলো পূবেতে চোখ মেলেছে সবিতা ।
ওইতো বাতাস বাউল রজনীরা পলাশ চন্দন ফোটা আবীর হলো
তবে কি সত্যি বসন্ত এসে গেছে, হ্যা ওইতো অকালে বসন্ত এলো ।