আমি আর সে আর আমাদের একান্ত আত্বজা
বিচ্ছিন্ন দ্বীপের মত একেবারে একা ।
                    একা সম্পুর্ণ একা ---
স্বেচ্ছা নির্বাসন নির্জন অন্ধকার
একে একে ছিঁড়ি সম্পর্কের সুতো।
                    একদিন এমনিই ছিঁড়তো---
ভালবাসার বেড়া ভেঙে যেতই
নিরাপদ আশ্রয় ছোট্ট একটা নৌকা।
                    নৌকা ওঠে দোলে---
ডাঙায় তখন আলোর হাতছানি
ঝাপসা চোখে শুধু চিকচিকিয়ে জল ।
                     জল শুধুই জল---
বুকেতে আগুন দাউ দাউ
আগুন জ্বলে মনে, আপোষ আলিঙ্গন।
                      মন তখন মধুমতি---
বেড়ায় ছুটে জঙ্গল জলে
উদাস বাউল ঘর খুঁজে ফেরে ।
                  খোঁজে সকাল দুপুর---
সন্ধ্যে নামে গড়িয়ে বিকেল
কেউ কাঁদে চেনা পরশ পেতে ।
                  হটাত কেন কাঁদে---
নেভে যখন সাঁঝ-বাতিটা ঝড়ে
ডাক শুনি আয় আয় ফিরে আয়।
                   ডাক হারালো পথে---
এখানে ওখানে ধাক্কা লাগে
নিরব চোরাস্রোতে নদী পার ভাঙে।
                     নদী পার ভাঙে---