ফিরে এসো-
একবার ঘুরে দাঁড়াও মল্লিকা
তবু ও তোমার ছায়া মাটি ছোঁয়না
তুমি তো জানোই না-
আজ আমি ভীষন ভীষন একা
দূর আকাশে একলা চিলের মতো।
এই যে পৃথিবী জুড়ে ব্যস্ততা
টিকে থাকার নিরন্তর লড়াই
পাতায় পাতায় অনুভব  চঞ্চলতা
একবার মল্লারে গাও গান
আমার সারা শরীর থেকে
টুকরো টুকরো হয়ে ঝরে পড়ুক
                 শ্মশানের নিরবতা।


আকাশবাণী শুনেছি-
''একদিন ফুটবে নির্জনতার আস্তাকুঁড় থেকে
              রাশি রাশি শ্মশান চাঁপা''
সে ফুলের বর্ণ-গন্ধ জানাবে নিমন্ত্রণ
তখন ও কি তুমি সাড়া দেবেনা
এমনি করে দিগন্তে চোখ লুকাবে
আমি  জানি দুফোঁটা শিশিরকনা
তোমার চিবুক দুটুকরো করে ফেলছে।


শোন সাঁঝের মল্লিকা-
জিততে গেলে হারতে জানতে হ্য়
হার মানা হার  তাই হোল না পড়া।


আমার অবুঝ মল্লিকা-
এখানেই ছিল বটের ছায়া
লুকিয়ে ছিল ফল্গুধারা।
মনের কথা মুখের আগল ভেঙে
                    ছড়িয়ে পড়েনি।
সহজ কথা সহজ করে
                   বলতে পারিনি।
তাই আজো রক্ত ঝরে আর ঝরে
ধিকি ধিকি আগুনে হৃদয় পোড়ে
               আশায় থাকি যদি বৃষ্টি পড়ে।