তোর্ মুখেতে আলোর রাশি
     বাজলো বুঝি বাঁশের বাঁশি ।
দুই চোখেতে জোনাক জ্বলে
     আপন বেগে নদী চলে ।
তোর্ ইশারায় সামনে বিপদ
     সোজা সুজি পথ করে দেয়,
আগুন যখন বুকের ভিতর
     ছড়িয়ে দে’তুই আলোর আশায় ।
দুই মুঠিতে কি রেখেছিস?
     শাষন বারন স্বপ্ন আশা ।
শিশির ভেজা স্বস্তি নেশা,
     দুকুল ভেজা ভালবাসা ?
শীতের বুকে কাঁপন লাগে
     আগুন বাতাস দে ছড়িয়ে
সাগর আছে উন্মুখিয়ে
      তোর্ জন্যে হাত বাড়িয়ে ।