মা তুমি বলবে এখন আমি কি করব
এখন যে ঘরে বন্দী সেটা জানালা বিহীন
নিজেকে নিজের কাছেই খুব অচেনা লাগে
জন্মমুহুর্তে যেমন ছিলাম ঠিক তেমন ।


তুমিই তো বারন করতে পুতুল খেলতে
তোমার ঘোর আপত্তি খেলনা বাটিতে
বলেছিলে মেয়ে না হয়ে মানুষ হতে
অর্ধেক নয় পরিপূর্ণ আকাশ দেখতে ।


জল জঙ্গল প্রকৃতিতে ঋতু পরিবর্তন
একদিন হটাত কোরকে উন্মুখ কুঁড়ি
প্রথম সেদিন ছুটে যাই রক্তাক্ত যন্ত্রণায়,
বলেছিলে 'আজ তুই নারী আগামীর মা ।
প্রকৃতি আর পুরুষ সৃষ্টির আদি অনন্ত
প্রকৃতির অমোঘ নিয়ম এমনই মন্ত্র
দিন কাল সময় গুনে জীবন প্রানবন্ত
ছন্দ দিয়ে ছন্দপতন যেন শেষের কবিতা।'


তোমার অপূর্ণ ইচ্ছার আমিই ছায়াছবি
মজে যাওয়া নদীর দুকুলে ঢেউ তুলি
হেরে যাওয়া স্বপ্নের ভাষা খুঁজে ফিরি  
সূর্য্যমুখী আমি সূর্যের দিকে চোখ মেলি।


কপট দ্যুতক্রীড়ায় আমি দ্রৌপদি অসহায়
নিয়ত ব্যস্ত খেলনাবাটি আর পুতল খেলায়
বৃষ্টি নেই আছে শুধু খরা জীবনের ধারাপাতে
সময় কি হলো আজ শেষমন্ত্র চিতকারে বলার  
                    ''না আর নয়''। এখন থেকে ''না আর নয়''। ।