আজ যেন বাঁশ বাগানের মাথায় চাঁদ ওঠে
আজ যেন বটের  ঝুরি ধরে কেও দোল খায় ।
আজ যেন ও শিউলি কুড়োয় বাবুবাগান মাঠে
আজ যেন ও ব্রিজের ধারে পিছন ফিরে চায় ।


মুখ আর মুখোশ কোনদিন করে নাকি আপোষ
মুখ যদি আয়না হ্য় তবে মুখোশ কী খোলস ?
মুখ যদি অবিরত দিনে রাতে শুধু রঙ পালটায়
মুখ মুখোশে ওটা জেনো গিরগিটি নয়তো মানুষ ?


আবার জন্ম নেব অপ্রাপ্ত অধিকার জিনে নিতে
আবার জন্ম নেব অপুষ্ট প্রেম-খরায় সেচ দিতে ।
আবার ভালবাসব ভিজে চুলে ঘ্রাণ নিতে নিতে।
আবার ফিরে আসব মাটির সাথে মিশে যেতে।