বরাবর যতটুকু দেখেছি চিনেছি আম্রমুকুলে
ততবার আমি ঝরেছি শিমুল বকুল পারুলে
ছুটে গেছি এমাঠে ওমাঠে আলপথ ধরে ধরে
নেই সেথা নেই নেই এসেছি ফিরে বারে বারে
দোদুল দোলা দুহাতে থামিয়ে পথে চোখ রাখি
সবে আসে ফিরে একে একে শুধু তুমি বাকি
অভিমানটুকু বুকেতে নিয়ে এই মুখে হাসি রাখি
বার বার শুনি পায়ের শব্দ, নিরাশার ছবি আঁকি
আশা আলোতে আগুন ফাগুনে জীবন যাতনায়
আজো আছি বেঁচে আসবেই ফিরে এই ভরসায় ।