অপেক্ষার অবসানে কাঙ্খিত বস্তু যখন সমুখে এলো
ঠিক তখনি মঞ্চের সব আলোগুলো জ্বলে উঠলো
            শৈবালদাম ঠেলে ভাবনারা এগিয়ে গেল
            আমি আলোর উজল স্রোতে ভেসে গেলাম ।
আমার পথ চলাতে টুপ টাপ আনন্দ ঝরে পড়ে
জীবনের মানেটাই ধীরে ধীরে বদলাতে থাকে
            আলোর উত্সমুখেই উত্সবের হাতছানি
            এখন জেনে গেছি ওটা আলেয়া নয় আলো  ।
তখন বন্ধনহীন জীবন অফুরান যৌবন গানে গানে
লুকানো মান অভিমান যেন খড়কুটো বানভাসিতে
            জানি কোথায় যাব কি সেখানে পাবো
            সেখানেই সে আছে বরণমালা হাতে ।