তবে তাই হোক
সকাল থেকে সন্ধ্যে, তারপর রাত
রাত গড়িয়ে গভীর তারপর সকাল
আমি ও একটু একটু করে পাল্টে নেবো
সময়ের সাথে নিজেকে বদলে ফেলবো
আদিম খেলায় অনন্ত লুকোচুরি খেলবো
বাতাসে অচেনা গন্ধের মত হারিয়ে যাবো
বোবা অন্ধকারে আমার ঠিকানা পাবেনা
প্রজাপতির রেণুমাখা পাখনাতেও পাবেনা
পথ জুড়ে পড়ে থাকা লাল কৃষ্ণচূড়াতে, না
ছুড়ে ফেলেছ যাকে অবহেলায়,ফিরেও দেখনি
এখনও কি সত্যিই তাকে চাও, খোঁজ করছ ?  
একদিন ঝরা পাতায়,ফসিলের ভাঁজে পাবে
যে মড়া ঝিনুকটাতে পা কেটে রক্তাক্ত হবে
তার ভিতরে রক্তিম আভায় রয়ে গেছি
বহু যুগ যন্ত্রণার বর্ণচ্ছটা ছোট্ট মুক্তো হয়ে
তখন ঈর্ষার ইচ্ছা হয়ে ঠাঁই পাব শরীরে ।