ভোর সকালে বৃষ্টি হয়ে গেছে
এখন আকাশ বেশ পরিস্কার
সুন্দর সূর্য্য ওঠলো তাই
সূর্যটাকে বলে দিলাম ‘সুপ্রভাত’
চায়ের জলটা বসিয়ে দেখি
চেনা কাকটা ভিজে একাকার
তারস্বরে ডাকছে, বোধ হ্য় খুব ক্ষিদে
একমুঠো মুড়ি ছড়িয়ে দিই
তারপর আরো কয়েকটা জোটে
কেমন খুটুস খুটুস করে খেয়ে নেয়
কখনো সখনো দুটো একটা শালিখ আসে
ওরা ভাগাভাগি করে মুড়িগুলো খায়
আবার মারপিট করতেও ছাড়েনা
মাঝে মাঝে এমনটা বেশ লাগে
খাওয়া শেষ হলে, কেমন প্রীতির দৃষ্টিতে দেখে
তারপর শুন্যে ওরা ডানা মেলে দেয়
যেন বলে যায় ‘আজ চলি আবার আসব’