ছুটির পর যেতে হয়েছিল
শহর ছেড়ে একটু দূরে শহরতলিতে
অপেক্ষা তার জন্য, কথা ছিল সে আসবে
কামিনী ফুলের মাতাল গন্ধ বাতাস জুড়ে
জোনাকির ব্যস্ততা মিছিমিছি আঁধার আলো করার,
আমার সামনে নিথর বিশাল জলাশয়
আকাশ মেঘলা তাই পূর্ণচন্দ্র মেঘের আড়ালে
ঝি ঝি পোকা আর ভেকদলের সঙ্গীত প্রতিযোগিতা
কখনো আলাপে বিস্তারে বা ঝালাতে সুর মুর্ছনা
হাসি পেল... আমিইতো একমাত্র বিচারক
এমন নিরব বিচারক পেলে কার না মজা হ্য় ।
এখানে নিজেকে যেন জলসাঘরে আবিষ্কার করলাম
সামনে নৃত্যরতা ফুলমতিয়া পানপেয়ালা দিচ্ছে ভরে
হাজার তারার ঝাড়বাতিতে মনে হ্য় আমিই শাজাহান।
মুঠোফোন বাজতেই স্বপ্ন চুরমার সব চুপচাপ স্তব্ধ
বার্তা আসে, যার জন্য অপেক্ষা সে আসবেনা
কোথায় যেন বৃষ্টি ছিল ঝমঝমিয়ে শুরু হল
আত্মসমর্পণ করলাম বৃষ্টি ভিজবো বলে
এই সময় এই সন্ধ্যা চাইছি বিদায়  'এবার তাহলে যাই'
ওরাও যেন বললো ''যাই বলতে নেই বল আসি''
ইঙ্গিতে বললাম ... আবার আসিব ফিরে