ইচ্ছারা বড়ই অবুঝ
কিছুতেই বোঝেনা যে ওদের ডানা নেই
উড়তে চায় এই বিশাল নীল নীলিমায়
হয়তো অনন্ত অজানাকে জানতে চায়
হয়তো হারানো সাথী খুঁজে পেতে চায়
হয়তো বছরের প্রথম বৃষ্টির খবর আনতে
হয়তো বন্ধ্যা প্রকৃতি পান্নার রঙে রাঙাতে ।


ইচ্ছারা বড়ই অবুঝ
কিছুতেই বোঝেনা যে ওদের কতটা সীমানা
ডিঙ্গাতে চায় কাঁটাতার ঘেরা বিদেশ নিশানা
দেখতে চায় রুপোলী ঝিলিক নদীর স্বচ্ছ জলে
বুঝতে চায় শ্যামাঙ্গীর অঙ্গ পোড়ে বিরহানলে
শিখতে চায় ছোট্ট শিশুর হামাগুড়িতে পথ চলা
জানতে চায় সম্পর্কের কান্না হাসির দোলন দোলা ।


ইচ্ছারা বড়ই অবুঝ
কিছুতেই বোঝেনা কুঁড়ির ফোটার যন্ত্রণা জানতে নেই
মাটির অলিগলিতে শিকড়ের আনাগোনা দেখতে নেই
মৃত্যুই যে জীবনের শেষ কথা নয় সেটাও বলতে নেই
আপন জনের টুক কথাতে দু'চোখে জল কেন ছাপায় ?
খোঁজার সুখ লুকিয়ে থাকে হারিয়ে যাওয়ার যন্ত্রণায়
ঘুমিয়ে থাকা ইচ্ছাগুলো মুক্তি পেতেই ছুট্টে গেল আলোয় ।।