এসো, নিস্পাপ শিশু এসো...
তোমাকে দেখলে ভুলে যাব জাগতিক যন্ত্রনা
তোমার হাসিতে ঝরবে শান্তির অমল বার্তা
তোমার অঙ্গুলিহেলনে থেমে যাবে গৃহযুদ্ধ
হাতের আঁচড়ে মাঠভরা কনকবরন ধান
পায়ের ধুলোতে আঁকা হোক যৌথখামার
আঁখি পল্লবের জল বিন্দুতে আর একটা সমুদ্র
কোমরে হাত দিয়ে রুখে দাও আস্ত ঝড়ের মুখ
এক চুমুকে পান করে নাও জীর্ণতার জড়তা
তারপর, গান শোনাও নতুন দিনের নতুন আলোর
আমরা সবাই নতুন হব
এসো, নিস্পাপ শিশু এসো...