মিত্তির দা মিত্তির দা...
তুমি কী শুনতে পারছো...?
তুমি কী সত্যি ভাল আছো ?
মিত্তির দা মিত্তির দা ...
আমি জানি তুমি ভাল নেই
তোমার ভাল লাগার ইচ্ছাগুলো
কে বা কারা একে একে সরিয়ে দিয়েছে
কখনো ছল করে কখনো চাতুরী করে
কখনো গায়ের জোরে বল প্রয়োগ করে
একটা একটা করে যেমন খুলে নেওয়া হ্য়
প্রতিমার শরীর থেকে সকল আভরণ
তখন আর তার কোনই আবরণ থাকেনা
নিতান্ত খড় কুটো আর তুচ্ছ মামুলি
শিশুর মত অমন ফোকলা হাসি
সেটা ও  চুরি হ্য় সীতা হরণের মতো
শেষের দিকে খুব একটা
কথা হোতনা দেখাও হোতনা
একটু একটু করে  যেন মিলিয়ে যাচ্ছিলে দূর সুদূরে
বন্দীদশাতেও তুমি ...ছিলে মুক্ত বিহংগ
মন তরীতে ভেসে ভেসে যেতে
যেখানে তোমার ভাল লাগতো সেখানে
প্রভাতীর সকালে পড়ন্ত রোদের বিকেলে
কিংবা গান কবিতার ছোট বড় জলসাতে
জানি এখানেও তুমি আছো নিরবে
মিত্তির দা মিত্তির দা...
তুমি কী শুনতে পারছো...?
তুমি কী সত্যি ভাল আছো ?
মিত্তির দা মিত্তির দা ...