ভুলে যেতেই পারতাম প্রথম দেখা
প্রথম দেখায় হত যদি শেষ দেখা
শেষ দেখায় যে যন্ত্রনা নিয়েছি বুকে
বুকেই রয়ে গেছে ঝিনুক মুক্ত সুখে ।


সুখ যেন ঠিক আলেয়া, ঝিলিক আলোর কনা
আলোর কণার কাছে যেতেই  সাপের ফনা
সাপের ফনা দুলতে থাকে বীনের সুরে সুরে
সেই সুরে দুঃখ যেন পাকে পাকে জড়িয়ে ধরে ।


জড়িয়ে ধরে ইচ্ছা গুলো স্বপ্ন দেখা আকাশ
আকাশ তখন নিরব থাকে, এক সমুদ্র হতাশ
হতাশ হয়ে খুঁজতে থাকি তের নদীর দেশ
দেশের ভিতর কোন ঠিকানায় পাব যে তার হদিশ?


হদিশ যে নাই পথ হারিয়ে এক বিদেশী পথিক
পথিক জনে সবাই বলে ' এ পথই হয়তো সঠিক '
সঠিক বুঝি তখন শুনি নিক্কন ধ্বনি হৃদয়পুরে
হৃদয়পুরে আঁকলে ছবি ভালবাসার রঙ যে ঝরে ।।