দেখিনি তোমায়
তবু তুমি যেন আমার অনেক যুগের  চেনা।
বোধ দেখা হয়েছিল মিশরীয় সভ্যতায়
কোন এক অনাবিস্কৃত পিরামিডের অন্ধকারে
নীল নদের জল ছুঁয়ে শপথ করেছিলাম
রয়ে যাব আদি অনন্ত এভাবে মুখোমুখি
তোমার আমার যুগ সুপ্ত জিজ্ঞাসা ক্ষন
নিমেষে হারালাম অতর্কিত হানায়
চোরাবালিতে হারিয়ে গেলাম চিরতরে


দেখিনি তোমায়
তবু তুমি যেন আমার অনেক যুগের  চেনা।


মহাশূন্যে হারিয়ে ফেলেছি দুজনে দুজনকে
সর্বস্বান্ত হয়ে আকাশ জমিন একাকার
তুমি তোমার মতো আমি আমার মতো
অনেক আলোকবর্ষ আপন কক্ষপথে ঘুরেছি
তুমিও তোমার মত আমাকে খুঁজে ফিরেছ
আজ আবার তুমি রজ:স্বলা পৃথির মাটি সিক্ত
মিলিত হবার আকুতি প্রতি অনু পরমানুতে
গর্ভধারণে গর্বিত আদম ইভের সওয়াল জবাব
লকলক জিভে ভালবাসা চেটেপুটে নিচ্ছি
বিদ্যুত তরঙ্গে অদ্ভুত আনন্দ প্রকাশ


দেখিনি তোমায়
তবু তুমি যেন আমার অনেক যুগের চেনা।