নির্বাসন আমিও চাই
কিন্তু কার কাছে চাইবো
ঐ ভোগীদের হাত থেকে নিশ্চয় নয়
আমি আমার থেকে ছুটি নেবো
যদি ও জানি কাপুরুষরা ময়দান ছেড়ে পালায়
তবু আমি আমার থেকে ছুটি নিতে চাই ।
কতবার শুনবো স্বপ্ন ভাঙ্গার গল্প
কতবার হারিয়ে যাব গোলকধাঁধায়
কতবার তরী ফিরে যাবে তীর থেকে
কতবার শ্মশানে কাঁদবো প্রিয়জনের ব্যথায়
এবার আর ভয়ে ভয়ে পিছু হাঁটবনা
এবার আর নগ্নতার লাজে বশ্যতা নয়
এবার আর কাঙালের মত ভিক্ষা নয়
এবার আর কারো বরাভয়ের আশায় নয়
বলতে দেবনা ‘আহারে তোর জন্য আমি আছি’
তাই লড়াইয়ের ময়দান আরতো ছাড়বনা
যতটা বাঁচব হৃত সম্মান নিয়ে বাঁচব
লড়ে যাব নিজ অধিকার জিনে নিতে ।