এখনি বসন্ত এসে যাবে
বুকের ভিতর আগুন আঁচ
এখানে ওখানে আনাচ কানাচ
স্পর্ধায় বুঝি ছোঁবে আকাশ
পথভোলা সুরে ভরা বাতাস
          এখনি বসন্ত এসে যাবে।
ঐযে মেয়েটা সুদূরে দেখল
আকাশ বুকে কাউকে খুঁজলো
ডানাভাঙ্গা পাখী শক্তি পেল
বাতাস ঢেউয়ে উড়াল দিল
          এখনি বসন্ত এসে যাবে।
ছেলেটা কি পেল বাঁচার মানে
ছোটে দৃপ্ত শপথে কিসের টানে
বহু আগে তার ভেঙ্গেছে স্বপ্ন
আবার কি আশা জেগেছে প্রাণে
এখনি বসন্ত এসে যাবে।
ঝরছে ঝরনা ঝরঝরিয়ে
ফুটছে কুঁড়িরা হুড়মুড়িয়ে
নদীর বুকে নাও চলেছে
সঠিক দিশা সেও পেয়েছে
        এখনি বসন্ত এসে যাবে।
কচি কিশলয়ে চিকমিকানি
আমের বোলে গুনগুনানি
সকালের রোদে গলছে সোনা  
বলছে এমন শেষ দিন গোনা
         এখনি বসন্ত এসে যাবে।
ভাষার শিকল ভেঙে ভেঙে গেল
পলাশ যখন লালে লাল হলো
আজ মুক্তি ইচ্ছা প্রতি প্রাণে  
ইতিহাস বুকে পথ চলা গানে  
         আজ বসন্ত এসে গেছে ।