আবার হারিয়ে গেলাম । প্রতি সোনালী খড়ের শিকড়ে
লেগে থাকা শুখা মাটিতে। ডগায় দুলতে থাকে আগামী
দিনের স্বপের চাবিকাঠি । সেখান থেকেই শুরু হবে চলা
জীবনের জয়জয়কার । আমি হারিয়ে ফুরিয়ে যাব কোন
আস্তাকুঁড়ে কিম্বা বন্দী থাকবো গোলায় গোলায় ।


জেগে থাকার তীব্র আকাঙ্খা । মনে হবে মৃত আগ্নেয়গিরি
ঘুমিয়ে আছি  অনন্তকাল । তপ্তিত লাভা কতকাল চেপে
রাখব এই বুকেতে। জানি আমাকে জেগে উঠতেই হবে
কোনো এক কবিতার জন্য ।একদিন উত্স মুখ খুলে
বেড়িয়ে পড়ব মুক্ত আকাশ দেখার আমন্ত্রনে ।


সেদিন পাশে থাকবে ? সন্ধানী চোখ ফেলে রাখব
দিগন্ত পারের বাদাম গাছে । লাল রঙের ঝুলন্ত ফল
যেটা জিজ্ঞাসা চিহ্নের মতো । সারি সারি সাজানো
কালো বাদামগুলি। পত্রহীন সেই গাছে ফুলের মেলা
গন্ধে ভুল করে মৌমাছি দল । রাস্তা ভুলে এসোনা ?!।