যদি
বিদায়
কেন এলে
ভরা নদীর
টাপুর টুপুর
জলে নাও ভাসালে
তোমার কাছে শিখেছি
চাঁদ ফুল তারা কাহিনী
নদীর বুকে ছায়া ফুটেছে
বিদায় গেলে সে কী আর রবে
মস্ত ঢেউ তারে ভেঙে দিয়ে যাবে
ঠেকাব কী করে না না সে বড় যাতনা
মোট কথা তোমার যাওয়া হবেনা কবি
কবিদের যেতে নেই কবিরা হৃদয়ে থাকে ।