এখনো ধুসর ভয় উঁকি দেয় চিলেকোঠা থেকে
এখনো কলতলার সবুজ শেওলাতে ভয় জমে আছে
এখনো পাড়ার ভাঙ্গা ল্যাম্পপোস্টে  গা ছম ছমে ভয়
এখনো ভয় কলার তোলায়, তেরছা চোখে, বাঁকা হাসিতে
পুকুরের ডুব জলে দম বন্ধ করা ভেংচি দেখানো ভয়
চেনা পায়ের শব্দগুলো কখন জানি  অচেনা হয়ে যায়
ফিসফিস করে এখানে ওখানে কারা কথা বলে ফেরে
দুপুরের বাতাস কি টের পেয়েছে কি যেন হতে চলেছে  
কলাপাতার আন্দোলনে  কি মায়াবী দুঃস্বপ্নের রাত
আজ কেন একটাও  ঝিঝির ডাক শোনা যাচ্ছেনা
সাদা মোজাইকে লাল রক্তের আল্পনা আঁকা হবে ?
কালো চাদরে সারা মুখ ঢাকা চকচকে চতুর ভয়
এক ঝাঁক রাস্তার কুকুর যেন শিকার খুঁজে ফিরছে
শান্তি প্রিয়রা কোথায় নিজেকে লুকাবে? যাবে মাতৃগর্ভে !