খুঁজে খুঁজে হয়নিতো ক্লান্ত জানি একদিন পাব
চিনে চিনে পথ শেষে পাব সেই স্বপ্নের বাড়ি
ঘুরে ঘুরে দেখব বটের ঝুরি নামা দেওয়াল
বকম বকম ডাক শুনব ঠাকুর দালান জুড়ে ।


       বুনে বুনে জাল মাকড়সা করে শিকার সন্ধান
সারি সারি ব্যস্ত পিপিলিকা না জানি যায় কোথা
ঘুম ঘুম আবেশ ছড়িয়ে আছে আনাচে কানাচে
ঘু ঘু ডাকে অলসতা অজগর যেন শীত ঘুমে ।
  
      গুনে গুনে পা ফেলে শ্বেত পাথর বারান্দা শেষে
ঘুরে ঘুরে উঠতে থাকি ঘোরানো সিঁড়ি তিনতলা
ঢিপ ঢিপ বুকেতে হাতুড়ি ছোটে কি জানি কি হবে
শন শন খড়খড়ি জানলায় বাতাস কি হাতড়ায় ?


     খান খান করে ভাঙ্গলো নীলরং সৌখিন ঝাড়বাতি
ঝুর ঝুর ঝরে পড়ে পলেস্তারা বুঝি টিকটিকি ধায়
হা হা করে নিঃশব্দের শব্দেরা অট্টহাস্য হেসে যায়
টুক টুক আঙ্গুলের টোকাতে ভারী দরজাটা খোলে ।


     ঝিম ঝিম নেশা ধরা এ যেন অন্য কোন জগত
ছুঁয়ে ছুঁয়ে দেখি আসবাব এখনি যেন প্রাণ পাবে
হাসি হাসি সাদাকালো ছবি কাছে ডাকে এসো
পায়ে পায়ে এগিয়ে গেলাম হব তোমাতে বিলীন ।