ধর্মাবতার নজরবন্দী করবেন না
তার চেয়ে স্বস্তি দিতে চরম শাস্তি দিন
প্রকৃতি বিরোধী নই, সে'তো উজার করে দেয়
মানব কুলকে বন্যা খরায় সর্বস্বান্ত করে
তবু সে যখন দেয় উজাড় করে দেয়
মঙ্গল কলস উপচে পরে ভেসে যায় ।
কে বা কারা প্রকৃতির সম্পদ কুক্ষিগত করে
বিশাল লম্বা করে দাঁড়ি টেনে দেয়
পাওয়া আর না পাওয়া দলে বিভক্ত ।
প্রশ্ন সেখানে এমন কেন ?
একদিকে না পাওয়া মানুষ বঞ্চিত হতে থাকে
অন্যদিকে পাওয়া মানুষের ঘরে সঞ্চিত পাহাড়
ধর্মাবতার নজরবন্দী করবেন না
তার চেয়ে স্বস্তি দিতে চরম শাস্তি দিন
কারণ দৃষ্টি দিয়েছি সেই পাহাড় বুকে
ছিনিয়ে নিতে চেয়েছি দুমুঠো খাদ্যকণা
ভুখ মিটাতে গেছি এই উদরের
আমি যদি তস্কর  হই তবে ওরা কেন সাধু
দুহাত ভরে নিয়েছে আর বলেচে  -আরো চাই


ধর্মাবতার আমি শাস্তির যোগ্য শাস্তি দিন
আমার সাথে ঐ যে ওরা যারা আমাকে বানালো
তাদের অপরাধ ক্ষমা করে দেবেন না !
ওরা এখন বিলাস ঘরে আয়াস করে
আমি চাই ওরাও  চরম শাস্তি পাক ।
জানি ওরা নিয়ম ধারার মধ্যে পড়েনা
          তাই শাস্তিও হবে না ।
শুধু একটা অনুরোধ
ভুখা পেটে তিল তিল করে মারবেনা
সে বড় অসহ্য
তার চেয়ে স্বস্তি দিতে চরম শাস্তি দিন.............