কোন সুরেতে বাঁধবে গান
   যেই সুরেতে জাগবে প্রাণ,
গভীর মিলন প্রাণে প্রাণ
   একই সুরে মন্ত্র আজান ।


কোন মাটিতে বাঁধবে ঘর
   যেই মাটিতে প্রানের পরশ,
যে যার মত থাকবে সুখে
   ঝড় বৃষ্টি নেইগো ত্রাস ।


কোন বাতাসে নেবে শ্বাস
   যেই বাতাস ফুল ফোটালো ,
সেই ফুলেতে ভরাও ডালি
   অন্ধকারে জ্বালাও আলো ।


কোন মানুষে বিভেদ আনে
   লোক সমাজে ফায়দা লোটে,
সেই মানুষে নাওনা চিনে
   প্রানের গান ফোটাও ঠোঁটে ।।