আজ হারিয়ে যেতে ইচ্ছা হলে না'হয় যাবই হারিয়ে
সবুজ গালিচা বিছানো ঘাসের পথটাকে মাড়িয়ে ।
ঐযে এপারে ওপারে ইস্পাতে গড়া সেতুখানি
মাঝখানে আদি অনন্ত বয়ে চলা এক স্রোতস্বিনী।
ওপারে সাজানো থরে থরে ছোট ছোট কামরা ঘরে
মুখোমুখি দুজনায় দৃশ্যপট শুধু যাবে পিছনে ফিরে ।
রাতে রুপার পারা গোলথালা চাঁদ চলবে সাথে সাথে
দিনে সূর্যের খেলা দেখতে থাকব অবিরত দুর মাঠে ।
ঐ বুঝি আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমিয়ে গেল  
আকাশে পাহাড়ে জোনাকিরা সব বাতি জ্বেলে দিল ।
যে রাস্তাটা ছুটে গেছে ওই দূর সবুজের বনানীতে
সাড়া দেবে পথ ? যদি ডাকি অনামিকা নামেতে ।
এঁকেবেঁকে ছোট এক নদী চরণ ছুঁয়ে চলে গেল
কোথা যাও? বলে'না সে অস্ফুটে নুড়ি রেখে গেল ।
ঝকঝকে জোত্স্নায় স্বপ্নের দুনিয়া অপেক্ষা রাত-ভোর  
অবাক বিস্ময় চেতনার ফেলে আসা ধুধু এই বালুচর ।।