দেওয়ালে লিখন মুছেছিলে ফুটেছে আবার দেখ চেয়ে
আর সে প্রকট হয়ে আছে ছেনি হাতুড়ির প্রতি ঘায়ে  ।
পুরোটা চেয়েছ ভেঙে গুড়িয়ে আর মিলিয়ে দিতে
তবু ছবি আঁকা রয়ে গেছে লাখো নির্ভীক চিতে ।


ওই শোন বাজে মাদল খুলে আগল
উড়িয়ে ছাই বলরে ভাই  হল্লা বোল ।।


উড়ান ধ্বজা গায়ের জোরে ধরায় নামিয়ে দিলে
আজ তারে টুকরো করে ছিঁড়ে ছড়িয়ে দিলে ।
আগুনে পোড়ালে হিংসার জ্বালা জুড়াতে
তবু পতপত ধ্বনি শুনি বাতাসের বুকেতে ।


ওই শোন বাজে মাদল খুলে আগল
উড়িয়ে ছাই বলরে ভাই  হল্লা বোল ।।


শীতের শেষে আসে বসন্ত, দেব শাসনির জবাব
খবর ছড়ায় পত্র ঝরায়, আওয়াজ তুলেছি আওয়াজ
সাগরের যত ঢেউগুলো, ধেয়ে ধেয়ে আসে তীরে
বিজয়ের গান মুখে মুখে, ভেসে ওঠে জনতার ভিড়ে ।