এই চুম্বন অনন্ত চিরস্থায়ী ছবি
উন্মুখিয়া উঠেছে জল স্থল রবি ।
পত্র পুস্প প্রকৃতিতে কি এক রহস্য ?
বহু অপেক্ষায় জন্ম অমা তমসা নিঃস্ব ।
স্রোতস্বিনীর প্রতি উর্মি প্রস্তুরিভুত
আদি তমসাবৃতে আলোর ভবিষ্যত ।
ব্রম্ভনাদ নিঃশব্দের হস্তে শৃঙ্খলিত
সুরাসুর রনে সুর বুঝি পরাভূত ।
গান্ডীবধন্যা হানো হে বান নভস্থলে
বরিষনে মুখর পাহাড় কলরোলে ।
এলো কি সময় সেই মহা প্লাবনের
মন্ত্র উচ্চারিল কে এ মহা জীবনের ?
মানব মানবী এসেছে মিলন লাগি
সুপ্ত সৃষ্টি বীজ উন্মোচিত প্রাণ মাগী ।