ভালবাসা গভীর হয়েছে
এখনি হয়তো উঠবে চাঁদ  ।
ভালবাসা শিকড় ছুঁয়েছে
এখনি হয়তো ফুটবে গন্ধরাজ ।
ভালবাসা স্বপ্ন চুমেছে
হয়তো সে আসবে মেঘভেলাতে ভেসে ।
ভালবাসা নদীপাড়ে ভিড়েছে  
হয়তো পাশাপাশি যাব অচিন দেশে ।


ভালবাসা জানালা খুলেছে
হয়তো সে চেনা গন্ধে পথ হাঁটে ।
ভালবাসা জোত্স্না ফুটেছে
হয়তো সে অপেক্ষায় বাঁধানো ঘাটে ।
ভালবাসা আদর মেখেছে
হয়তো প্রজাপতি ডানা দাগ রেখেছে  ।
ভালবাসা আলো চিনেছে
হয়তো জোনাকি আলো ছায়া মেখেছে ।

ভালবাসা চাঁদ, গন্ধরাজ, মেঘভেলা, অচিন দেশ,
তুমি তো সেই আগের মতো পাল্টে যায় পরিবেশ ।
ভালবাসা চেনাগন্ধ, বাঁধানো ঘাট, প্রজাপতি, জোনাকি,
তুমি সেই আগের মতো সত্যি রোজ নতুন হও নাকি ?


রাতের রানী রাতেই ফোটে খবর রেখেছি ।
রাত ভোর গান শোনাব বাঁশিতে সুর ভরেছি ।।