তবু সত্য সত্যই
একদিন সত্য তোমার দরজায় কড়াঘাত করবেই
সেদিন কি দুয়ার খুলবে না ?
পারবে বন্ধ রেখে তারে ফিরিয়ে দিতে ।
তোমার আত্মজ তোমার বিবেক বলবে
'এটা তুমি কি করছ দরজাটা খোলো,
যেন মৃত্যু দূত এসেছে তোমায় নিতে
একি তোমার চোখে মুখে ভয় ।
মুখের ভাষা কেন জড়িয়ে যাচ্ছে
হাত পা সারা শরীর কম্পমান  ।
বিশাল প্রাসাদ যেমন ভেঙে পড়ে,
তুমি ও কি তাই মাটির ভিতরে ক্রমশঃ
একটু একটু করে হারিয়ে যাচ্ছ ।
ভুল করে চোরাবালিতে পা রেখেছিলে  ?
ক্রীতদাস হয়ে মাথা নত করেছিলে
মিথ্যের কাছে অধিক অর্থের আশে
তাই কি এমন হল...
এখনও  সময় আছে বলে ফেলো
নির্দোষ ফুলের মত পবিত্র সম্পর্কটাকে
যা তুমি তোমরা বাহুবলে করেছ কলুষিত ।
আমি আমাদের বিশ্বাস থমকে আছে
তোমার একটা স্বীকারোক্তির উপর ।
মুক্তি পেতে সূর্যের মতো সত্যকে প্রকাশ কর ।
পঞ্চভূত ও অস্বীকার করবে
তোমার প্রাণহীন নিথর শবদেহ ছুঁতে ।