পেটে আমার আগুন জ্বলে
খাবার কোথায় পাই ।
দুধের শিশু কাঁদছে দেখো
বুকেতে দুধ নাই ।


বাইরে ঘরে জ্বলছে আগুন
হাট বাজারে আগুন ।
আগুন যদি সস্তা এতই
আগুন  দাওনা খাই ।


আগুন খিদে আগুন জীভে
আগুন  কিসে নেভে ?
ভুখা পেটে মরলে মানুষ
চিতায় শান্তি পাবে ।


বাবুর বাড়ি দুবেলা কাজ
পেট ভরেনা একবেলার ।
চিন্তা ঘোরে মাথার ভিতর
রাস্তা খুঁজি পার পাবার ।


ময়নামোতির রাতের হাটে
ছেলে মেয়ে বেচবো ।
দেখবো তখন আগুন হয়ে
লড়বো না হ্য় মরবো ।