অনেক অভিমান না পাওয়া সহজ যত পাওনা  
বুকের মধ্যে পথ হারানো গুমরানো সব কান্না ।
দাবিয়ে রাখতে জারি করে ওরা নানা কলা-কৌশল
আর এক পক্ষ ভীষন নারাজ যেন বুনো হাঁস দল ।
বাড়িয়ে গলা খুঁজে খুঁজে ফেরে মুক্ত ভূমি আকাশ
ঠোটেতে ঠোটেতে গুঞ্জন তোলে শিকল ভাঙার আশ ।


স্বর্ন ঈগল সন্ধানী চোখে নজরদারী প্রান্তর জুড়ে  
ঝাপটিয়ে ডানা মশালটাকে নেভায় বারে বারে ।
তবু দুরন্ত সাহসী দোয়েল চোখেতে চোখটা রাখে
রক্ত মাখা পালক ঝরালো পথের বাঁকে বাঁকে।
সাদা কাফনে কত শত লাশ পড়ে থাকে সারি সারি
তবুও আগুন নিভে যায়নি ,অসম লড়াই রাখে জারি ।


একদিন পাহাড় থেকে জঙ্গল ভূমিতলে নেমে এল
একদিন তিন মাথা পথে রক্তের স্রোত মিশে গেল ।
সেদিন দরজা খুলে যত নরনারী ঘুম চোখে দেখেছিল  
একজনা অন্য রকম উর্দ্ধ মুখে হাত মুঠোয় বলেছিল ।
'কে যাবে তোমরা পাহাড় পেরিয়ে ওই যে আলোর পথে'
নতুন সকাল দেখতে  সকলে মিলবো তোমার সাথে ।।