অন্ধকারের ভিতর আলোর জন্ম হলো এখুনি
কেউ বাজালনা শংখধ্বনি দেয়নি কেউ উলূধ্বনি ।
তবু ও জন্মালাম, ঘৃণ্য কীটের মত বড় হলাম  
বেজন্মা শুনতে শুনতে একদিন প্রতিবাদ করলাম...

ভালোবাসা এসেছে দুদিক থেকে এপারে ওপারে,
এখন আমি নদী এপার ভাঙে ওপার গড়ে ।
ভালবাসায় বাঁক নিয়ে দুকুল ভাসিয়ে দিয়েছি,
আবার সাগরের ডাক শুনেছি তাই মোহনায় চলেছি ...

জীবনের প্রতিটি বাঁক দেখেছি ঘুরে ঘুরে
এখন দূর থেকে ডাক এসেছে ক্ষীন স্বরে ।
সফলতা বিফলতা দুই বৃত্ত থেকে গেল  
তারপর একদিন জীবনের গতি স্তব্ধ হল।
এক টুকরো হলুদ রোদ্দুর নেয় শরীরে ঠায়
আলতো করে লেগে থাকে নিতান্ত অবহেলায় ।
জীবন তখন ধায় অন্য নাওয়ের পাল তুলে
ছেড়েছি খোলস পিছনে আর দেখবনা ভুলে...