তুমি তোমার মত আমি আমার মত ।
অন্তরে বাহিরে কত কথা জমে আছে ।
দুরের ওই আকাশ পথে ইস্পাত পাখী
সফেদ রেখা রেখে কখন চলে গেছে ।


এদিকে ঈশান কোনো গভীর ষড়যন্ত্র
সাদা কালো সংঘর্ষে সারা পৃথিবীর লাজ ।
ওদিকে দিনের দিনমণি নিজ অস্তিত্ব
আজ বিসর্জন দিতে ভীষণভাবে নারাজ ।


এদিকে সে বদ্ধঘরে মন-কষ্টে ভুগে ভুগে
সুস্থ হতে ঠাই পেয়েছে শীতাতপ শ্রুস্রুতে ।
ওদিকে সোপান ভেঙে বারবার ছাতে
গৃহ-রমনী অতিষ্ট রোদ বৃষ্টির খেলাতে।


এদিকে বর্ষার আতর জলে স্নান সেরে
টবের মাধবী কি কচি পাতা মেলে ধরে ?
ওদিকে প্রেয়সী মুঠোফোনে খবর নিতে
অগ্নি বরসনে মুষড়ে গেছে,অশ্রুবারি ঝরে ।


এদিকে গীতাঞ্জলি সাথে প্রদীপ প্রজ্বলিতে
সর্পিল পথ ধরে সে বেনারস ঘাট ছুয়েছে ।
ওদিকে গৌহাটি কেউ যেন চিরতরে ছেড়েছে
আবার জীবন বাঁচাতে কেউ আঁকড়ে ধরেছে ।


এদিকে সকালের কাগজে একই চর্বিত-চর্বন
ওদিকে দীর্ঘশ্বাস শেষে কে যেন শংখে ফু দিলো ।
এদিকে ওদিকে সামনে পিছনে বিস্তর ফারাক
কিজানি, মেঘদূত কি দিনলিপির সবটা লিখে নিলো?