তবু দেখা হ্য় মাঝে মাঝে
হ্য়তো সকাল নয়তো সাঁঝে
মনে কি পড়ে হাজার কাজে
ভাল্লাগেনা স্মৃতিরা খুব বাজে ।


আকাশ যখন মেঘলা মেখে  
জলরঙ নিয়ে স্বপ্ন দেখে ?
ফেরিওয়ালা যাচ্ছে হেঁকে
সেই নামেতে কে যায় ডেকে ।


পিওন বুঝি পথ ভুলেছে
ডাকবাক্স ঘুমিয়ে গেছে ।
একটা কিছু সেও চেয়েছে
এখন মনের জ্বর বেড়েছে ।


পিচরাস্তা বাঁক নিয়েছে হটাত
বাজ পড়ল কর কর করাত ।
পায়ের শব্দ ছলাত ছলাত
দরজাতে কি তার কড়াঘাত ?


নিভে গেল ঘরের আলো  
মোমবাতিটার কাঁপা আলো ।
মন-বৃষ্টি চোখ ছাপালো
সেকি তবে পথ হারালো ?