এই হৃদয় স্ফটিক সম কঠিন হয়েছে  
এখানে ওখানে তাই ফনিমনসা জন্মেছে ।
রক্তাক্ত হচ্ছি , হরবখত কাঁটাগুলো ফুটছে ।
মাঝে মাঝেই দিনে রাতে তপ্ত বালুর ঝড়
আকাশের মালিক দিনমণি নাম যার
সারাদিন রক্ত-চক্ষু অকরুণ দৃষ্টি তার  ।


কেউ কি দেবে মন ভেজানো বৃষ্টি ?


যে বৃষ্টিওয়ালা বৃষ্টি ফিরি করে বেড়ায়
গলির মুখে হাঁকছে, বৃষ্টি চাই বৃষ্টি চাই ।
কথা রাখেনি সেও, বৃষ্টি এখন কোথায়?
বলেছিলাম ঝুলিতে সত্যি কি আছে বৃষ্টি ?
যেমনটি চাই তেমন কি হবে বৃষ্টি-লিস্টি  
সে বলেছে ঝুলিতে তার নানান অনাসৃষ্টি !


নেই তো শুধু সেই মন ভেজানো বৃষ্টি !


মেঘলা মেখে মেঘগুলো ভীষন রকম গম্ভীর
মনের হৃদয়-কথা মৌসুমী জবাব দেয়নি তার ।
সবুজ হরণে অবুঝ মৌসুমী পেয়েছে কাঁটার হার  ।
সবুজ বলে শহর গড়েছ, আমায় তাড়িয়ে দিয়ে ।
ইট কাঠ পাথর জঙ্গলে কেঁদেছি পথ হারিয়ে  
এক পশলা বৃষ্টি কেমন করে দেবো ফিরিয়ে  ?


তাহলে কি পাবনা কোনদিনও মন ভেজানো বৃষ্টি ?