চিরন্তন ভালো থাকায় নানা রঙ যাক মিশে যাক
জীবন মরণ সুখ দুঃখ স্মৃতিপটে স্বপ্ন রেখা থাক ।
বেগুনি ফুলের পাঁপড়ি থেকে কিছু রঙ নিয়ে যেও
বাঁকা রোদ পড়া ধুসর উঠানে তাই ছড়িয়ে দিও ।
আকাশের অফুরান নীল রঙে রাঙানো মনের দেয়ালে
একে একে নতুনের ছবি এঁকো যেমন খুশি খেয়ালে ।
জারি নজরদারী আসমানী রঙ যার দুচোখ তারায়
ফুটপাথ প্রান্তে কৃষ্ণকলি কি করে চেনাপথ হারায় ?


আকুলি বিকুলি বর্ষা জলে বীজেরা সবুজ পাতা মেলে
শিকড়ে বাকড়ে প্রাচীন বট পুকুরের জলে পড়ে হেলে ।
জামরুল গাছে হলুদ পাখীটা কি ভেবে ডাকে চুপ স্বরে ?
এখনো সাথী ফেরেনি বাসায় নেমেছে আঁধার ঝুপ করে ।
রাতের রানী কমলা ঠোটে রাতের আলো দেয় নিভিয়ে
জোনাকিরা রাতভোর কি খুঁজে ক্লান্ত শেষে গেল ঘুমিয়ে ।
পুবের জানালা খুলে দেখো লালিমাতে ভরে গেছে আদিগন্ত
জাগ্রত জনমন সাত-সকালে চেয়ে ফেরে পরম শান্তি অনন্ত ;