আকাশের মত দৃষ্টি দিয়ে
সবটা পরখ করে নিতে নিমেষে ।
চিলের ডানায় বাঁচার ইচ্ছা
মিশিয়ে দিতে পরম ভালোবেসে ।
টুকরো টুকরো বৃষ্টি মেখে
বাতাসের বুক উথাল পাথাল ।
এখন ভিজে গন্ধ খড়ের চাল
চুঁয়ে শুষছে মাটির দেওয়াল ।
মাটিতে কান পেতে দেখো
মাটিও বোধ হ্য় কাঁদে অঝোরে ।
গলা দিয়ে নামছেনা আর
সানকির ভাত এমনি পড়ে রয় ।
আজ আর কেউ শিকারে নয়
শান দিওনা তীরের ফলায় ।
আজ জঙ্গলেতে হেঁটোনা কেউ
অরণ্য’মা সেথায় নিশ্চিন্তে ঘুমায় ।।