হঠাৎ ঝড়ের বেগে সে এসে
থমকা জীবনে দমকা বাতাস,
এক নতুন দিগন্ত খুলে দিল ।
নিজেকে চিনলাম জানলাম
পায়ের তলায় জমি পেলাম,
খোলা আকাশ উন্মুক্ত মন ।


সব পেয়েছির  প্রবেশ দ্বার
কাছে ডাকছে এসো এসো ।
তোমার জন্য সবুজ জমি ;
তোমার জন্য নীল সাগর ;
তোমার জন্য লাল সূর্য্য ;
তোমার জন্য হলুদ পলাশ ।


হঠাৎ ফুরালো সে যেন কর্পুর
চলতি পথে সুবাস ছড়িয়ে গেল ।
তবে সেইসময়  আলোর পথ
সোনালী ফ্রেমে আটকে রাখি ,
বার বার পড়া গীতবিতান যেন
যখন খুশি পাতা উল্টে যাওয়া।


কেতাবি নাম একটা ছিল বটে
ইচ্ছা করেই কাউকে জানাইনি ।
ভেবে নিই সে ''দমকা বাতাস ''
তবু চাই সে যেন ভালো থাকে ।