মাস্টারমশায়


কেমন আছেন ?
আমাকে চিনতে পারছেন ?
একদিন যাকে শাস্তি দিয়েছিলেন
চনমনে রোদ্দুরে একপায়ে দাঁড়িয়ে থাকার
তৃষিত কন্ঠে চোখের সজলতা শুকিয়ে মরুভূমি ।
মাথা পেতে নিয়েছি সেই চরমতম শাস্তি দিবসটিকে
মনে মনে শপথ নিয়েছিলাম, আর কোনো ফাঁকি নয় ।
আর কোন অজুহাত নয়, আর কোনো মিথ্যের প্রাচীর নয়,
সেখান থেকেই বাঁক নেয় আর একটা পথ, আমার নব জন্ম ।


সবাই যখন একে একে ফিরে গেল
ওদের কারোর চোখে ছিল সহানুভুতি
কারোর ঠোটে উপচে পড়ছে উপহাস
নিজেকে করেছি অসম্ভব এক জেহাদী
আগুন যেন ঠিকরে পড়ছে শরীর থেকে
যে কেউ আমাকে ছোঁবে পুড়ে খাক হবে
যখন ডানপা বামপাকে আর চিনছে না
অভিসম্পাত ঝরছে যন্ত্রণার চূড়ান্ত পর্যায়ে ।


ঠিক তখন আপনি এলেন হাতটা ধরলেন
আমার তেলা মাথায় হাত বুলিয়ে দিলেন
আমার সর্বগ্রাসী আগুন নিমিষে গলে জল
অভিমানে বুকের ভিতর কেমন এক আঁচড়
আপনার দুচোখে রাঙামেঘ বৃষ্টির ইশারা  
বুকে জড়িয়ে উদাত্ত কন্ঠে বলে উঠলেন
    ''দেখবি একদিন তুই অনেক বড় হবি
    তোর মধ্যে গনগনে আগুন দেখেছি ''